করোনা নিয়ন্ত্রণে আমাদের সরকার সারাবিশ্বে প্রশংসা কুড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার , ০১ সেপ্টেম্বর ber ২০২২

জহিরুল হক রাসেল, কুমিল্লা প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, বিশে^র বহুদেশ বিনামূল্যে তাদের দেশের মানুষকে করোনার টিকা দিতে পারেনি। আমরা সব মানুষকে বিনামূল্যে টিকা দিয়েছি। করোনার টিকার জন্য সরকার ৪৫ হাজার কোটি টাকা ব্যয় করেছে। করোনা নিয়ন্ত্রণে আমাদের সরকার সারাবিশ্বে প্রশংসা কুড়িয়েছে। মন্ত্রী বৃহস্পতিবার কুমিল্লা সদর হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 


মন্ত্রী আরো বলেন, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। এখন ঔষুধের অভাব নেই, বেডের অভাব নেই। ১১১টি মেডিকেল কলেজ হয়েছে। ৫টি ইউনিভার্সিটি হয়েছে। সরকারিভাবে ৩৮টি মেডিকেল কলেজ হয়েছে। জেলা-উপজেলায় হাসপাতালের বেড দ্বিগুণ হয়েছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বলেই এসব সম্ভব হয়েছে। মন্ত্রী আরও বলেন, আমাদের জনবলের ঘাটতি আছে। কোভিডের সময় আমরা ১৫ হাজার চিকিৎসক ও ১৮ হাজার নার্স নিয়োগ দিয়েছি। আজকেও কুমিল্লায় ১০টি কমিউনিটি ক্লিনিক, কুমিল্লা মেডিকেল কলেজ ও সদর হাসপাতালে ১০ শয্যা করে আইসিইউ বেড উদ্বোধন করেছি। এছাড়া ৬ জেলার বিভিন্ন হাসপাতালের শয্যা উন্নীতকরণসহ বিভিন্ন স্থাপনার উদ্বোধন করা হয়েছে। মন্ত্রী বলেন, বিএনপি জামায়াত বলেছিল আওয়ামী লীগ ক্ষমতায় গেলে মসজিদ মন্দির হয়ে যাবে, বাংলাদেশ ভারত হয়ে যাবে কিন্তু তা হয়নি। মানুষ এখন গ্রেনেড হামলা, মৌলবাদ ও সন্ত্রাস চায় না, মানুষ উন্নয়ন চায়। আর আওয়ামী লীগ উন্নয়ন করে বলেই দেশের মানুষ আওয়ামী লীগের সাথে এবং জননেত্রী শেখ হাসিনার সাথে আছে। এসময় মন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার বুড়িচং-ব্রাহ্মণপাড়া আসনের এমপি এডভোকেট আবুল হাসেম খান ও হোমনা-তিতাস আসনের এমপি সেলিনা আহমাদ মেরীর সাথে ওইসব এলাকার হাসপাতালসমূহের সমস্যা নিয়ে কথা বলেন। এ সময় এমপি সেলিনা আহমাদ মেরী মন্ত্রীকে তার এলাকার হাসপাতালে চিকিৎসা সেবা দেয়ার বিভিন্ন যন্ত্রপাতির অভাবের কথা তুলে ধরে হাসপাতালে নিয়োজিত কনসালট্যান্টগণ ঢাকায় থাকেন, অনেক সময় হাসপাতালে আসেন না বলে জানান। কুমিল্লা সদর হাসপাতালের অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (মেডিকেল এডুকেশন) অধ্যাপক ডা. এ কেএম আমিরুল মোরশেদ, কুমিল্লার জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন, জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পদস্থ কর্মকর্তাগণ। অনুষ্ঠানে কুমিল্লাসহ আশপাশের ৬ জেলার ২৯টি প্রকল্পের উদ্বোধন করা হয়। 


আর্কাইভ